স্পোর্টস ডেস্কঃ-টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকালের মূলপর্বে খেলার সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের প্রতিশোধ নিল টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৭.১ ওভারে ৭২ রান করে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ৪৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। প্রথম বলেই মাশরাফির শিকার হন দলটির ওপেনার মোহাম্মদ শাহজাদ। মাশরাফির প্রথম আঘাতের পর নাজিব তারাকাই আর গুলবাদিন নাইবের ব্যাটে আফগানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। ৩৬ রানের জুটিও গড়ে এই দু‘জন। কিন্তু পরপর দুই বলে এই দুজনকে তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এর পরে ঘটতে থাকে আফগানদের বিপর্যয়। দলীয় ৪৯ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে পতন ঘটে অধিনায়ক মুহম্মদ নবীর উইকেটের। ৫৮ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে রান আউট হয়ে সাজঘরে যান করিম সাদিক। দলীয় ৬৯ রানের মাথায় ফের আঘাত হানেন আব্দুর রাজ্জাক, মাঠ ছাড়েন শামিউল্লাহ শেনওয়ারি। এর পরে শূন্য রানে মাঠ ছাড়েন শফিউল্লাহ। ৭১ রানের মাথায় আউট হন দৌলত জাদরান।এরপর সাকিব শাপুর জাদরানকে (১) বোল্ড করলে ৭২ রানে অলআউট আফগানিস্তান।এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর, বাংলাদেশের পক্ষে ম্যাচসেরা সাকিব ৩.১ ওভার বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে রাজ্জাকের শিকার ২ উইকেট। এছাড়াও,ফরহাদ,মাহমুদুল্লাহ ও মাশরাফি একটি করে উইকেট নেন। ৭৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং ক্রিজে নেমে এনামুল হকের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। অষ্টম ওভারের চতুর্থ বলে তামিম এলবিডব্লুর ফাঁদে পড়েন। ২৭ বলে ২১ রানে তিনি আউট হন। একমাত্র উইকেটটি নেন সামিউল্লাহ সেনওয়ারি। এর পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে এনামুলের সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। চার ওভার দুই বলের এই জুটিতে হার না মানা ৩৩ রান আসে। এনামুল ৩৩তম বলে তৃতীয় ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। চারটি চারের মারও রয়েছে তার ৪৪ রানের এই অপরাজিত ইনিংসে। সাকিব টিকে ছিলেন ১০ রানে।আজকের এ ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।বিশেষ করে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ের পর বেশ সমালোচনা হয়েছিল। এই জয়ের মাধ্যমে তার সমুচিত জবাব দিতে পারল টাইগাররা। বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে ‘এ‘ গ্রুপে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।