ইরাকে তৎপর আইএসআইএল সন্ত্রাসী (ফাইল ফটো)
আন্তর্জাতিকডেস্কঃ- ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে আবার নতুন করে হামলা চালিয়েছে উগ্র তাকফিরি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল।দিয়ালা প্রদেশের জালাওলা শহরে আইএসআইএল সন্ত্রাসী ও কুর্দি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। তবে, হতাহতের সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত খবর পাওয়া যায় নি। কুর্দি অধ্যুষিত এ শহরটি এরইমধ্যে বড় ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। শহরটি ইরাক ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে একটি গোলযোগপূর্ণ এলাকা হিসেবে বিবেচতি হয়ে আসছিল কিন্তু চলতি মাসের প্রথম দিকে সেখান থেকে ইরাকি সেনা প্রত্যাহার করার পর কুর্দি সেনারা এ শহরের দায়িত্ব নেয়। খবরে বলা হচ্ছে-আইএসআইএল সন্ত্রাসীরা এখন জালাওলা শহরের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করছে। এদিকে, ইরাকে তৎপর আইএসআইএল সন্ত্রাসীরা যেসব এলাকা দখল করেছে সেসব জায়গায় তারা জাতিগত শুদ্ধি অভিযান শুরু করেছে।এর অংশ হিসেবে তারা নির্বিচারে সাধারণ মানুষকে শিরোশ্ছেদ করছে। তাকফিরি এ সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, সুন্নি নয় এমন লোকজনকে খুঁজে খুঁজে তারা হত্যা করছে।তাকফিরি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত শহর বা এলাকা থেকে উদ্বাস্তু হয়ে আসা লোকজন গণমাধ্যমকে বলেছেন, সম্প্রতি আইএসআইএল যে কথিত খেলাফত ঘোষণা করেছে তার প্রতি যেসব কর্মকর্তা ও সেনাসদস্য আনুগ্যত দেখায় নি তাদেরকে শিগগিরি হত্যা করা হবে।খবর-রেডিও তেহরান,প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আইএসআইএল সন্ত্রাসীরা বন্দি বিনিময়ের সুযোগ না পেলে শিয়া মুসলমানদেরকে শিরোশ্ছেদ করছে আর খ্রিস্টান ও কুর্দিদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দিচ্ছে।