আন্তর্জাতিক ডেস্ক:- আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং অন্য চার জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্টোকটোনের কাছে একটি শপিংমলের বাইরে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশের মুখপাত্র জো সিলভা জানিয়েছেন।
নিহতদের দুই জন নারী এবং তাদের সবার বয়স ২০ বছরের কাছাকাছি। আহত চার ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্টোকটোন পুলিশ জানিয়েছে। ওই এলাকায় তৎপর কোনো অপরাধী চক্র এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
হত্যা ও রাহাজানি বিষয়ক গোয়েন্দা পুলিশকে এই বর্বরোচিত ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মাদক চোরাচালানসহ অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
প্রতি বছর আমেরিকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৩০,০০০ মানুষ প্রাণ হারায়।খবর:রেডিওতেহরান, আমেরিকায় গড়ে প্রতিদিন ৮৭ ব্যক্তি বন্দুকের গুলিতে নিহত এবং ১৮৩ ব্যক্তি আহত হয় বলে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও রোগ প্রতিরোধ বিভাগ জানিয়েছে।
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ফের গুলিবর্ষণ: নিহত ৩ আহত ৪
Share This