আন্তর্জাতিক ডেস্ক:- বিশ্বকে আরেক মহাযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়েবসাইট স্টপইম্পেরিলিজমডটকম’এর প্রতিষ্ঠাতা এবং ভূরাজনৈতিক বিশ্লেষক এরিখ ড্রেইটসার এ কথা বলেছেন। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পূর্ব ইউরোপকে সামরিকীকরণ করছে এবং বিশ্বকে দুনিয়াজোড়া সংঘাত অর্থাৎ মহাযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে আমেরিকা । পোল্যান্ডের কাছে ৫০০ কোটি ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির ওপর মন্তব্য করতে যেয়ে এ বিশ্লেষক এমন কঠোর মন্তব্য করেন। আমেরিকার এ বিক্রি পরিকল্পনার ওপর কথা বলতে যেয়ে তিনি বলেন, এটি ওয়াশিংটনের সামরিক, অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও কৌশলগত পদক্ষেপ; এর কম কিছু নয়।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে যখন উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন তাকে আরো বাড়িয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অবশ্য পোল্যান্ডের কাছে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির খবরকে দুঃখজনক কিন্তু হতবাক হওয়ার মতো কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইউক্রেন সংকটের সূচনা থেকেই পূর্ব ইউরোপকে যতটা সম্ভব সামরিকীকরণ করছে আমেরিকা।খবর:রেডিও তেহরান,ন্যাটোর বিস্তার ঘটিয়ে রাশিয়ার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার কয়েক দশকের তৎপরতার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলেও জানান তিনি।
পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করে এ কাজটিই করা হচ্ছে বলেও জানান তিনি।