বিনোদন ডেস্ক:- আর আইটেম নম্বর নয়। শমিতা শেঠি কি ‘বোর’ হয়ে গেলেন তাঁর অভ্যস্ত ভূমিকায়? ২০০০ সালে যশ রাজ ফিল্মস-এর ব্যানারে আদিত্য চোপড়ার পরিচালনায় ‘মহব্বতেঁ’ দিয়ে যাত্রা শুরু নায়িকার। ২০০৫-এ মহেশ ভাট্টের প্রযোজনায় মোহিত সুরির সাসপেন্স থ্রিলার ‘জেহর’-এও নজর কেড়েছিলেন শমিতা। বলিউডের রেওয়াজ মাফিক একবার ‘আইটেম’ নম্বরের ছাপ পড়ে গেলে মূল ধারার অভিনয়ে ফেরাটা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। তেমনটা আশঙ্কা করেই কি শমিতার এই সিদ্ধান্ত? ‘শো-পিস’ হিসেবে তিনি নিজেকে আর দেখতে চান না বলে জানিয়েছেন তিনি। মনের মত চরিত্র পাচ্ছেন না বলেই ২০১১ থেকে শমিতা ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কেরিয়ারে মন দিয়েছিলেন। দশ বছরের স্ক্রিন-কেরিয়ারে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু ভাল চরিত্রে অভিনয়ের ইচ্ছেটাকে জিইয়ে রেখেছেন তিনি। সম্প্রতি ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’-য় তাঁর অংশগ্রহণ কি শমিতাকে এই ‘আইটেম-চক্কর’ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে? শমিতা কিন্তু দারুণ আশাবাদী। সূত্র: আনন্দবাজার