সাতক্ষীরা প্রতিনিধিঃ খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেড়িবাধে ভাঙন দেখা দেয়। তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাতভোর কাজ করে ভাঙ্গন পয়েন্টের বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানায়, খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে বিকেলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর আওতাধীন ৪ নম্বর পোল্ডারের মাড়িয়ালা গ্রামের জেলেবাড়ী এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যায়। জোয়ারের তোড়ে বাঁেধর প্রায় ২০০ থেকে ২৫০ গজ এলাকা নদী গর্ভে চলে যায়। নদীর পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকতে থাকে। খবর পেয়ে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল লোকজন নিয়ে বাঁধ মেরামত শুর“ করেন। রাতে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ক্ষতিগ্রস্ত¯ এলাকা পরিদর্শন করেন।
শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বর্ষা মৌসুমের শুর“তেই এই এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু ফান্ড না থাকার অজুহাতে তারা গুর“ত্ব দেয়নি। তিনি বলেন, সাধ্যমত রিং বাধ দিয়ে ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে। রোববার সকালেও সাধারন মানুষ বাধের ভাংগন অংশে বাধার কাজ করেছেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, একটি রিং বাধ দিয়ে বাধ ঠেকানোর চেষ্টা চলছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে কে জানানো হয়েছে।
সাতক্ষীরা পানি উন্ন্য়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকোশলী শহীদুল ইসলাম জানান, এলাকাবাসি সেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প রিং বাধ দিয়ে ঠেকানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক কোনো বরাদ্দ না থাকলেও টাকা চেয়ে কর্তৃপক্ষকে লেখা হয়েছে। বরাদ্ধ আসলে সেটি আরও মজবুত করে বাধানো হবে।