আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের উত্তরপ্রদেশের রামপুরে ইসলাম ধর্মগ্রহণ করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ৮০০ বাল্মিকি দলিত সম্প্রদায়ের মানুষ মাথায় টুপি পরে প্রতীকিভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
এদিকে, বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী স্বাধী প্রাচি উত্তরপ্রদেশের নগরউন্নয়ন মন্ত্রী আজম খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘আজম খান রামপুরকে পাকিস্তান তৈরি করার চেষ্টা করছেন।’ যদি ধর্ম পরিবর্তনের চেষ্টা হয় তার ফল ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আজম খানের প্ররোচনাতে ধর্ম পরিবর্তন করার পরিকল্পনা হয়েছে বলেও অভিযোগ।
রামপুর তোপখানা এলাকায় শপিং মলে যাওয়ার সড়ক প্রশস্তকরণের জন্য সরকারি জমিতে থাকা কতিপয় বাড়ি ভাঙার প্রয়োজন হয়। স্থানীয় পৌরসভার পক্ষ থেকে কিছু বাড়িকে এজন্য চিহ্নিত করে সেখানে লাল পতাকাও লাগিয়ে দেয়া হয়। যাদের বাড়িকে চিহ্নিত করা হয়, তাদের দাবি, মুসলমান বসতি এলাকায় সরু সড়ক থাকলেও এর প্রশস্তকরণের প্রয়োজন হয়নি। হয়ত ইসলাম ধর্মগ্রহণ করলে তাদের বাড়ি রক্ষা করা যাবে।
বাল্মিকি সম্প্রদায়ের মানুষদের দাবি, পৌরসভার কর্মী সিবতে নবী তাদের বলেছেন, ইসলাম ধর্মগ্রহণ করলে তাদের ঘর আর ভাঙা হবে না। এরপরেই তারা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জিব বালিয়ান বলেছেন, ‘রামপুরে যা হচ্ছে, তা মোটেই ভালো নয়। কোনো অবস্থাতেই বাল্মীকী সমাজের ধর্ম পরিবর্তন করতে দেয়া হবে না।’
বাল্মিকী সমাজের মানুষজন কয়েকদিন ধরেই প্রস্তাবিত বাড়ি ভাঙার চেষ্টার বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে গত তিন দিন ধরে তারা অনশনও করেছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি কর্মকর্তারা বাল্মিকী বসতিতে যান। সেখানে তাদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন এবং সরকারের বিরুদ্ধে এ নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন করার কথা বলেন। কিন্তু বেলা তিনটার সময় আচমকা বাল্মিকী সম্প্রদায়ের মানুষজন প্রতীকিভাবে ইসলাম ধর্মগ্রহণ করার কথা ঘোষণা দেন। সেখানকার বাসিন্দারা মাথায় টুপি পরে সবাই বেরিয়ে আসেন। খবর:রেডিও তেহরান, তাদের দাবি, কোনো মুসলিম আলেম বিধিবদ্ধভাবে ইসলাম ধর্মগ্রহণ করানোর জন্য এলে তারা প্রস্তুত রয়েছেন। এলাকায় এভাবে টুপি পরে ইসলাম ধর্ম গ্রহণের দাবি করার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।