মুন্সীগঞ্জ,জি নিউজ : মাওয়া সীবোট ঘাট এলাকার পদ্মাপাড়ে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে সোয়া ২ কেজি ওজনের একটি ইলিশ।
শুক্রবার বিকেলে মেদিনীমণ্ডল ঋষিবাড়ী এলাকার জেলে তোফাজ্জল হোসেন এ মাছটি ঢাকাগামী এক ক্রেতার কাছে বিক্রি করেন ১২ হাজার টাকায়। একই সময় ১ কেজি ৬শ গ্রাম ওজনের অপর একটি ইলিশ স্থানীয় মাছ বিক্রেতা রাজীব ১০ হাজার টাকায় বিক্রি করেন।
মাওয়া ঘাটের স্থানীয় যুবক রিংকু (২২)। অনুরোধের কারণে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এক আত্মীয়কে ১লা বৈশাখের ইলিশ কিনে দিতে হবে। নিরুপায় হয়ে শনিবার সকালে মাওয়া মৎস্য আড়তে যান তিনি। পৌনে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ দাম করেছেন সাড়ে ৫ হাজার টাকায়। খুচরা বিক্রেতা বরুন ও মোকাজ্জল এই দামে মাছটি দিতে চাচ্ছেন না। তাদের দাবি, মাছটি আড়ত থেকে ডাকেই কেনা হয়েছে সাড়ে ৬ হাজার টাকায়। ইলিশটি নিয়ে রীতিমতো টানাটানি। এরই মধ্যে ঢাকা থেকে আগত অপর এক ক্রেতা মাছটি ৭ হাজার টাকায় কিনে নেন।
দেশের সর্বত্রই ১লা বৈশাখের পান্তা ইলিশের আয়োজনকে কেন্দ্র করে যেভাবেই হোক ইলিশ কিনতে হবে। তাই দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটছেন মাওয়ার পদ্মাপাড়ে। এসবকে কেন্দ্র করেই পদ্মার রূপালী ইলিশের বাজারে এখন আগুনের উত্তাপ।