অনলাইন ডেস্ক:- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫৭৬ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ আট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ আট প্রকল্পে সরকারি খাত থেকে (জিওবি) ১ হাজার ৬০ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে : রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের বহুতল ভবন নির্মাণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা; পুলিশ বিভাগের ৫০টি সার্কেলে এসপি অফিস নির্মাণ প্রকল্প, যাতে ব্যয় হবে ৩৮ কোটি ২৯ লাখ টাকা।