আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার: প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খরস্রোতা ধলাই নদী প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।ভাঙনে কমলগঞ্জ সদর উপজেলার পাঁচটি ও রহিমপুর ইউনিয়নের চারটিসহ নয়টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।কমলগঞ্জ উপজেলা প্রশাসন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে কমলগঞ্জের খরস্রোতা ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ বুধবার গভীর রাতে চৈতন্যগঞ্জ গ্রামের একটি স্থানে প্রায় ২০০ ফুট ভাঙনের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যে বন্যার পানি কমলগঞ্জ সদর উপজেলার উবাহাঠা, চৈতন্যগঞ্জ, সতরিয়া, কান্দিগাঁও ও খণ্ডামারা গ্রামে প্রবেশ করে।এলাকার লোকজন জানিয়েছেন, বন্যার পানি এখানকার বাড়িঘরে এখনো প্রবেশ করেনি। তবে এলাকার ব্যাপক ফসলের জমি প্লাবিত হয়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার সকালের দিকে রহিমপুর ইউনিয়নের কান্দিগাঁও ধলাই প্রতিরক্ষা বাঁধে আরেকটি ভাঙন দেখা দেয়।এই ভাঙনের ফলে এখানের রূপশপুর, কান্দিগাঁও, চৈত্রঘাট ও মুন্সীবাজার গ্রামে বন্যা দেখা দেয়। কমলগঞ্জ উপজেলা প্রজেক্ট অফিসার আসাদুজ্জামান ধলাই বাঁধ ভেঙে বন্যার কথা স্বীকার করে জানান, বন্যার পানি এরই মধ্যে নামতে শুরু করেছে।অপরদিকে কমলগঞ্জ উপজেলার ইউএনও জাহিদুল ইসলাম মিয়া ধলাই নদী ভাঙনের কথা স্বীকার করে জানান, চৈতন্যগঞ্জের ভাঙনে এই এলাকার একটি বিলের বোরো ফসল পানিতে এখনো নিমজ্জিত হয়ে আছে। বৃষ্টিপাত না হলে বন্যার পানি খুব দ্রুত নেমে যাবে।