প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক জাকির হোসেন মোটরসাইকেল যোগে মাদারীপুর থেকে কালকিনি যাবার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় নামক স্থানে পৌঁছুলে পিছন থেকে ৩টি মোটরসাইকেলে ৭-৮জন সন্ত্রাসী তার গতিরোধ করে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। এঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে স্থানীয়রা।