অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে :পুর্বশত্রুতার জের ধরে দৈনিক নয়া দিগন্তের কালকিনি উপজেলা সংবাদদাতা ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল দুপুরে এঘটনা ঘটে এবং তাকে গুরুতর আহত আবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক জাকির হোসেন মোটরসাইকেল যোগে মাদারীপুর থেকে কালকিনি যাবার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় নামক স্থানে পৌঁছুলে পিছন থেকে ৩টি মোটরসাইকেলে ৭-৮জন সন্ত্রাসী তার গতিরোধ করে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। এঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে স্থানীয়রা।