কিডনি প্রতিস্থাপনের জন্যে অপারেশন চলছে, ফাইল ফটো
অনলাইন ডেস্ক:- বাংলাদেশে পুলিশ কিডনি পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে রাজধানী ঢাকা থেকে পাঁচজনকে আটক করেছে।
আন্তর্জাতিক চক্রের সাথে এই পাঁচজনের যোগাযোগ আছে বলেও পুলিশের ধারণা।
একই সাথে আরো দু’জনকে আটক করা হয়েছে যাদের কাছ থেকে পাচারকারীরা কিডনি সংগ্রহের চেষ্টা করছিলো।
গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে এদেরকে আটক করেছে।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তিরা দেশে বিদেশে কিডনি বেঁচা-কেনার সাথে জড়িত।খবরঃবিবিসি বাংলা,
সংবাদদাতারা বলছেন, কিডনি প্রতিস্থাপনের জন্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই প্রতিবেশী ভারতে যাচ্ছেন।