জি নিউজ অনলাইনঃ- দেশব্যাপী জনসংযোগের কর্মসূচী হিসেবে বিএনপি চেয়ারপারসন ও ২০-দলীয় জোটের প্রধান বেগম খালেদা জিয়া আগামী ১ নভেম্বর শনিবার নাটোরে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, আগামী শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানস্থ নিজ বাসভবন থেকে নাটোরের উদ্দেশে রওনা হবেন। তিনি আশুলিয়া হয়ে টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে নাটোর জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখান থেকে তিনি পৌনে ৪টার দিকে নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে খালেদা জিয়া রাতেই ঢাকা ফিরবেন।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ৮ নভেম্বর শনিবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ তাবেদার প্রতিনিধি হয়ে দেশ শাসন করার জন্য অনেক গোপন চুক্তি করছে ।
রিজভী বলেন, গত ৫ জানুয়ারির একতরফা তামাশার নির্বাচনের পর থেকে দেশের মানুষ এখন পরাধীন। একদলীয় শাসনের নিষ্ঠুর জাঁতাকলে জনগণকে পিষ্ট করতে বিরোধী দলের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। তাছাড়া জনগণকে দমানোর জন্য এখন পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীই তাদের একমাত্র অবলম্বন।
তিনি আরো বলেন, সরকারের অবৈধ সত্ত্বা নিয়ে দেশ-বিদেশে যে ধিক্কার উঠেছে তাকে গায়ে না মেখে ক্ষমতাসীনরা নির্লজ্জের মতো বিদেশে সফর করেই চলছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ শাসন করার জন্য গোপন চুক্তি করছে:রিজভী
Share This