জি নিউজ অনলাইনঃ- বিএনপির রাজনৈতিক দৈন্যদশার জন্য দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই দায়ী। এজন্য তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। দিনক্ষণ দিয়ে যে আন্দোলন হয় না, খালেদা জিয়া এত দেরিতে বিষয়টি বোঝায়, তার নেতৃত্বের যোগ্যতাও এখন প্রশ্নের সম্মুখীন বলে মন্তব্য করেন তিনি।
সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ঈদের দিন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ ভালো আছে। ভালো নেই শুধু খালেদা জিয়া। তার পুত্ররা দুর্নীতির অভিযোগে দেশ ছাড়া। তার তো ভালো থাকার কারণ নেই।
খালেদা জিয়াকে জঙ্গিবাদী চক্রের মদদদাতা ও পৃষ্ঠপোষক উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা বর্তমান সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় তাদের মুখে ছাই পড়েছে।
সুশীল সমাজের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, দেশে অনেক গুণীজন রয়েছেন, যাদের কাজই হলো বিশেষ কয়েকটি দূতাবাসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের পা টেপা। তারা কেউ জীবনে এমপি হতে পারেননি। বিএনপি তাদের সুরে সুর মিলিয়ে ভুল করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
খালেদা জিয়া পদত্যাগ করা উচিৎ: হাছান মাহমুদ
Share This