গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ মোঃ আহাদ আলীর অনিয়মের প্রতিবাদে ও তাঁর অপসারণের দাবিতে রোববার ঔষধ বিপনন (ফারিয়া) প্রতিনিধিরা জেলায় ঔষধ সরবরাহ বন্ধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া ঔষধ সরবরাহ বন্ধ রাখার দাবিতে গাইবান্ধা জেলা ঔষধ ব্যবসায়ি সমিতির উদ্যোগে ওই দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের সকল ঔষধের দোকান বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালন করা হয়েছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতির আশংকায় সিভিল সার্জন কার্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করেছেন।
গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ আহাদ আলী বিশ্ব স্বাস্থ্য দিবস এবং বিভিন্ন দিবস পালনসহ নানা অজুহাতে জেলার ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করে থাকেন। এবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ দ্বিগুন চাঁদা দাবি করা হয়। কিন্তু ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা অধিক পরিমাণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সিভিল সার্জন সকল প্রতিনিধিদের মোবাইলে চাকরিচ্যুত করাসহ নানা হুমকি প্রদান করেন। এছাড়া ১৭টি ঔষধ কোম্পানীর ঔষধ হাসপাতালের চিকিৎসকদের রোগীদের ব্যবস্থাপত্রে লেখার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এর প্রতিবাদে ফারিয়াভূক্ত ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা গত ১৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে এবং গাইবান্ধার ঔষধের দোকানগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করে দেয়।
এ ঘটনা সত্যতা অস্বীকার করে সিভিল সার্জন ডাঃ আহাদ আলী বলেন, একটি মহল তাদের স্বার্থ হাসিলের উর্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ আহাদ আলীর অপসারনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল
Share This