গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা প্রেসক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলনী গতকাল শনিবার প্রেসক্লাব চত্বরে দিনভর বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
সকালে প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের প্রকাশিত সংবাদের ক্লিপিং ও আলোকচিত্র প্রদর্শনী এবং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনভর কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা–২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। তার নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ শামছুল আলম, কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, দীপক কুমার পাল, আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
বিকেলে গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক এহছানে এলাহী। আলোচনায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, সাইফুল আলম সাকা, আবু জাফর সাবু, কেএম রেজাউল হক, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, শাহাবুল শাহীন তোতা, নুরুজ্জামান প্রধান, আবেদুর রহমানস্বপন, ইদ্রিসউজ্জামান মোনা প্রমুখ।
অন্যান্য অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল আলোচনা সভা, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, আবু জাফর সাবু, কেএম রেজাউল হক ও সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরকে সংবর্ধনা প্রদান, বিশিষ্ট অতিথিদের স্মারক সম্মাননা প্রদান, প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান, সাংবাদিক সহ–ধর্মিনীদের অনুভুতি প্রকাশ, র্যাফেল ড্র, উপহার প্রদান ও নৈশভোজ। আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু’র ভ্রমণ কাহিনী ‘শান্তিনিকেতন থেকে তাজমহল’ এর মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক এহছানে এলাহী। এসময় গাইবান্ধা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ছাড়াও আমন্ত্রিত অতিথি সাংবাদিক ও তাদের পরিবার–পরিজন দিনব্যাপী এ কর্মসূচীতে অংশ নেয়।