রাজাপুর (ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত রোববার ঝালকাঠি জেলা ছাত্রলীগ আনুষ্ঠানিক ভাবে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষনা দেন। রাজাপুরে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে একের পর এক সংঘর্ষ, হামলা-ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান মনির জানান, সম্প্রতি উপজেলা ছাত্রলীগের একটি নতুন কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। এরপর থেকে উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত একটি গ্রæপ ওই কমিটি বাতিলের দাবীতে আন্দোলনে নামে। এ নিয়ে নতুন ও পদবঞ্চিতদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। উদ্বুদ্ধ পরিস্থিতি সামলাতে উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা গত শনিবার রাতে উপজেলা পরিষদে এক জরুরি বৈঠক করেন। এ বৈঠকে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের জন্য জেলা কমিটির কাছে এক সুপারিশপত্র দেন। এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ রোববার আনুষ্ঠানিকভাবে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে একটি বিবৃত্তি প্রকাশ করে।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের রাজাপুরে ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের ঘোষণা
Share This