তথ্য ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইনে নজরদারির প্রোগ্রামের আওতায় নানা পদ্ধতিতে মানুষের ওপর নজরদারীর ঘটনা প্রকাশিত হয়েছে। এতে জানা গেছে, নিউজ পোর্টালের মাধ্যমেও নজরদারীর ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যবস্থার আওতায় নিউজ পোর্টাল সাইটের ডিজিটাল অ্যাড ট্র্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করা হয়। বিষয়টি বছরখানেক আগে প্রকাশিত হলেও এর কার্যকারিতা বা ব্যপ্তি সম্পর্কে জানা যায়নি। তবে এখন এ বিষয়টির নজরদারীর সক্ষমতা নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।
একবার সেই সাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীর কম্পিউটার, ট্যাব বা ডিজিটাল ডিভাইসে সফটওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই ইনস্টল হয়ে যায়। এরপর ব্যবহারকারী অন্য যেসব সাইটে প্রবেশ করেন বা যেসব কর্মকাণ্ড চালান, তার সবই মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে চলে যায়।
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, বিশ্বের জনপ্রিয় শ খানেক ওয়েবসাইটে এ পদ্ধতিতে নজরদারি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এসব সাইটে লগইন করলেই ব্যবহারকারীর ওপর নজরদারি শুরু করতে পারে গোয়েন্দারা।
টরন্টোভিত্তিক গবেষক অ্যান্ড্রু হিল্টস শীর্ষস্থানীয় ১০০ মিডিয়া সাইট থেকে তথ্য নিয়ে এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর সিটিজেন ল্যাবের ফেলো।এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। এছাড়া অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ইফেক্ট–এর এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি।