জি নিউজঃ- আগামী ৪ ও ৬ নভেম্বর (জেএসসি) ও (জেডিসি) পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ নভেম্বরের পরীক্ষা ৮ নভেম্বর দুপুর সোয়া ২টায় এবং ৬ নভেম্বরের জেএসসি পরীক্ষা ৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। এদিকে ৪ নভেম্বর জেএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র ও ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অপরদিকে জেডিসিতে ৪ নভেম্বর কোরাআন মাজিদ ও তাসবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, হরতালে নাশকতা নিত্য-নৈমিত্তিক ব্যাপার। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোট আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট বিএনপির,তাঃ-০৩-১১-২০১৩