সলিম আহমদ সলু, সিলেট প্রতিনিধি (জি নিউজ): সিলেটের জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফাটল দেখা দিয়েছে।বৃহস্পতিবার বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে স্কুল ছুটি ঘোষণা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রায় ৬ মাস আগে নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাদের লিন্টারে ফাটল দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে, তিনি একজন প্রকৌশলী পাঠিয়ে সরেজমিন তদন্ত করান। তদন্তের পর ফাটলটি মারাত্মক নয় বলে ভবনটিতে পাঠদান চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্লাস চলাকালে বিকট শব্দে লিন্টারে আবারো ফাটল দেখা দেয় ও পলেস্তরা খুলে পড়তে থাকে। এতে আতঙ্কগ্রস্থ হয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় ছুটির নির্দেশদেন।বিদ্যালয়ের প্রধান শিক নূর উদ্দিন জানান, বিদ্যালয় ভবনে যেভাবে ফাটল দেখা দিয়েছে তাতে পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এই ভবনে কাস করতে রাজি হচ্ছে না। তারা ফাটলের পর ক্লাস থেকে বের হয়ে আসে, এবং ভবন সংস্কার না হলে তারা ক্লাসে ফিরবেনা বলে জানিয়েছে। এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ফাটলের খবর পেয়ে স্কুল ছুটির নির্দেশ দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে তিনি স্কুলটি তিনি পরিদর্শনে যাবেন বলে জানান।
সলিম আহমদ সলু/ সিলেট/২৫/৪/২০১৩