মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ “ ধর্ম যার যার, উৎসব সবার ” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে, বাংলাদেশ পূজাঁ উৎযাপন পরিষদের ব্যানারে বিকাশ চন্দ্র বর্মনের আয়োজনে শারদীয়া দূর্গোৎসব শোভা যাত্রা ও আলোচনা সভা ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে একটি বিশাল শোভা যাত্রা স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে হরণ হাজং এর সভাপতিত্বে , বিকাশ চন্দ্র বর্মনের ¯^াগতিক বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম এ বারীর পুত্র ও শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিন্তা শ্রীবর্দী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, শামছ’ল আরেফীন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ উপজেলার শান্তি প্রিয় সকল ধর্মের লোকজন শারদীয়া দূর্গোৎসবের অুষ্ঠান উপভোগ করেন। ধর্মীয় কোন বিদ্বেশ নেই এ উপজেলায়। এছাড়া আইন শৃংক্ষলা বাহিনী এ শারদীয়া দূর্গোৎসব নির্বিঘেœ পালনের যেন কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদাই প্রস্তুুত রয়েছেন বলেও তিনি জানান।