জাহিদুল ইসলাম মিলন, শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৮ অক্টোবর সোমবার সকাল ১০ যথারিতি শুরু হলেও আদালতের নিষেধাজ্ঞা আসায় দুপুর ২ টায় নির্বাচন স্থগিত ঘোষনা করেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। আদালতের মামলার সুত্রে জানা যায়, বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রতিষ্ঠানের সকল বিধি-বিধান অমান্য করে বে-আইনী ভাবে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের নাম বাতিল করে বর্তমান প্রধান শিক্ষকসহ অন্য ২ জনকে দাতা সদস্য হিসেবে ভোটার তালিকায় প্রকাশ করে। এর জের ধরে প্রকৃত জমি দাতা মৃত শিতানাথ মন্ডলের ছেলে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার রায় ৯ জনকে বিবাদী করে সহকারী জজ আদালত (অন্য রকম)নং-৯৪/১৩ একটি মামলা দায়ের করলে ৬ বিবাদীর বিরুদ্ধে কারণ দর্শানোসহ নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। বিবাদীরা হলেন, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চান,বর্তমান প্রধান শিক্ষক, নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার। পরিস্থিতি ঘোলাটে আকার ধারন করলে আইন শৃংক্ষলা বাহিনী ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এস পরিস্থিতি শান্ত করেন এবং সকল ব্যালট বাক্স সিলগালা করে থানায় জমা রাখেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য প্রার্থী ও ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সেক্রেটারী জাকির হোসেন।