স্পোর্টস ডেস্কঃ- টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। এ জয়ের ফলে তিন খেলায় ছয় পয়েন্ট নিয়ে সবার আগে সেমি-ফাইনালে উঠে গেল ধোনির দল। এদিকে, নিজেদের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর আজ ভারতের কাছেও পরাজয়ের স্বাদ পেল স্বাগতিক বাংলাদেশ। আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর রহিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ওভারে দারুণ সূচনা করলেও চার ওভারের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ব্যক্তিগত ছয় রানের মাথায় আউট হন তামিম ইকবাল। মিনুল হকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া শামসুর রহমান আউট হয়েছেন শূন্য রানে। আর সাকিব আল হাসান আউট হন ১ রান করে। দলীয় ৬৭ রানের মাথায় আউট হয়েছেন মুশফিকুর রহিম (২৪)। এরপর দলীয় ৮২ রানের সময় ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন এনামুল হক। তার রানের মধ্যে ২টি ছক্কা এবং ৫টা চারের মার ছিল। ভারতের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন অমিত মিশ্র। এছাড়া, অশ্বিন দু’টি ও ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শ্যামি নিয়েছেন একটি করে উইকেট। ১৩৯ রানের টার্গেটে খেলতে ভারতের ব্যাটিং গোড়াপত্তনে আসেন রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। দলীয় ১৩ রানে শেখর ধাওয়ানের স্ট্যাম্প উড়িয়ে দেন আল আমিন হোসেন। তবে আরেক ওপেনার রোহিত শর্মা এবং তিন নম্বরে নামা বিরাট কোহলি ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। রোহিত ৩৯ বল খেলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করেন। মাশরাফির বলে নাসিরের হাতে ধরা পড়ার আগে ৪৪ বল খেলে ৫৬ রান করেন তিনি। রোহিত চার মেরেছেন ৫টি আর ছক্কা হাঁকিয়েছেন একটি। ৪১ বলে নিজের ষষ্ঠ অর্ধশতক করেন কোহলি। শেষ পর্যন্ত ৫০ বল খেলে তিন চার আর এক ছয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন কোহলি। এছাড়া, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ২২ রান করেন। ম্যাচ শেষে ধোনি বলেন, ‘ বিশ্বকাপের পরের রাউন্ডে কোয়ালিফাই করে সত্যি দারুণ লাগছে। তবে এবারের লড়াই আরও কঠিন। কারণ সেমিফাইনালের দলগুলো প্রত্যেকেই যথেষ্ট শক্তিশালী হবে। সূত্র-রেডিও তেহরান।