অনলাইন ডেস্ক ঃ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই/পাইলেও পাইতে পারো অমূল্য রতন/ একেই বলে ভাগ্য! পরিত্যক্ত ডাস্টবিন হাতড়িয়ে ম্যাসাচুসেটসের এক দম্পত্তি খুঁজে পেয়েছেন লটারির টিকিট। যে টিকিটটি তারা বাজার থেকে কিনেছিলেন। কিন্তু ভুলক্রমে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল।
এ টিকিটের মাধ্যমে তারা পেয়েছেন ১০ লাখ ডলার। ম্যাসাচুসেটস লটারি কমিশন তাদের টাকা পাওনা টাকা পরিশোধও করেছেন।
উত্তর অ্যাটালবরোর জোসেফ আর জোয়ান্নে জাগামি মুদির বাজার করতে গিয়ে পাঁচ ডলারের বিনিময়ে লটারির টিকিট কেনেন। টিকিটটি রাখেন বাজারের ব্যাগে। দুজনেই বেমালুম ভুলে যান টিকিটটির কথা।
পরের দিন জোসেফ তাঁর স্ত্রীকে টিকিটটির কথা জিজ্ঞেস করেন। বহু খোঁজাখুঁজির করলেন দুজনে। চিন্তা করলেন বাজারের ব্যাগ যে ডাস্টবিনে ফেলা হয়েছে সেখানেই হয়তো টিকিটটি পাওয়া যেতে পারে। যে কথা সেই কাজ। বাড়ির পাশে পরিত্যক্ত ডাস্টবিনে তারা টিকিটটির সন্ধান করলেন। ডাস্টবিন হাতড়িয়ে অবহেলায় পড়ে থাকা টিকিটটি খুঁজে পান তারা।
সেই টিকিট স্ক্র্যাচ করেই মিলল মিলিয়ন টাকার সন্ধান। বুধবার জাগামি দম্পতি তাঁদের টাকা দাবি করেছেন ম্যাসাচুসেটস লটারি কমিশনের কাছে।
লটারি কমিশন আয়কর বাবদ কেটে নিয়েছে ৩ লাখ ডলার। কর বাদে জাগামি দম্পত্তি পেয়েছেন ৭ লাখ ডলার।
পারিবারিক কিছু ধার শোধ করে জাগামি দম্পত্তি এ ডলারে কাটাতে চান আগামী দিন। তারা এখন সুখের স্বপ্নে বিভোর।