স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা: রাজধানীর কলাবাগান ও রামপুরায় পৃথক ২ অভিযানে ২০ হাজার ২৫০ পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।আটককৃতরা হল- আব্দুল আওয়াল, কামরুজ্জামান, মনিরুল ইসলাম এবং সোহেল।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ টাকা।ডিএমপি’র মিডিয়া সেলের সহকারী পুলিশ কামিশনার কাজী রবিউল ইসলাম বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নেতৃত্বে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবী ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের ৯৬ নম্বর বাসার সামনে এক ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছিল।প্রাপ্ত খবরের ভিত্তিকে সেখানে অভিযান চালিয়ে আওয়াল নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের ৩১/এ বাসা থেকে ইয়াবার মালিক কামরুজ্জামান ওরফে লিটনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।এদিকে একই টিমের অপর এক অভিযানে রামপুরার ৪৯৯ নং উলন দাসপাড়া থেকে ২৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও সোহেলকে আটক করেছেন। যার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।এ ঘটনায় রাজধানীর কলাবাগান ও রামপুরা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
সম্পাদনা/শাবানা মন্ডল /১৩.৩৫ঘ /০২ মার্চ