বিনোদন ডেস্কঃ- ২০১৩ ছিল আগাগোড়া দীপিকা পাড়ূকোনের জন্য সৌভাগ্যের বছর। ‘রেস টু’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রাম-লীলা’_ সব সুপারহিট। সঠিক সময়ে সেটে পেঁৗছানো থেকে কাজ শেষ করা সবকিছুই নিখুঁতভাবে করেন দীপিকা। গত বছরে চারটি ছবি সুপারহিটের পর বলিউড নির্মাতারা তার প্রশংসায় পঞ্চমুখ। এ জন্য তাকে প্রচুর ঘামও ঝরাতে হয়েছে। আর এ কারণে এখন তিনি শয্যাশায়ী। গত সপ্তাহে টানা ৩০ ঘণ্টা কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন এই ২৮ বছর বয়সী। আবহাওয়া পরিবর্তনের কবলে পড়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। কিন্তু ওষুধ খেয়েই কাজ চালাচ্ছিলেন। এ যাত্রায় বিছানা থেকেই উঠতে পারছেন না দীপিকা। কয়েকদিন আগে টানা ১৬ ঘণ্টা ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সেটে কাজ করে সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের পরিবেশনার জন্য ছুটেছেন তিনি। অনুষ্ঠানের আগে দলের সঙ্গে মহড়াও করতে হয়েছে তাকে। ভালোবাসা দিবসে গভীর রাত পর্যন্ত কাজ করার পর শনিবার থেকেই অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা। ধুম জ্বর, সঙ্গে শারীরিক দুর্বলতা। সারাদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দীপিকা নাকি কখনও চিকিৎসকের পরামর্শ মানেন না। তার মুখপাত্র জানান, এর আগে প্রায়ই ওষুধ খেয়ে শুটিং করতে গেলেও এবার সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সূত্র-ইন্টারনেট,তাঃ-২০ ফেব্রুয়ারি ২০১৪