অনলাইন ডেস্ক:- দেশের মানুষ প্রধান দুই দলের স্বৈরশাসন থেকে মুক্তি চায়। দুই দল গণতন্ত্রের কথা বলেছিল, তারা বলেছিল, আপনি ক্ষমতা হস্তান্তর করুন, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। কিন্তু কথা রাখেনি তারা। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র এবং মানুষের মধ্যে স্বস্তি আবারও ফিরিয়ে আনা হবে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।
রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে গতকাল (শুক্রবার) দুপুরে নিজের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কী গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন? এই পর্যন্ত একটা সংসদও কার্যকর হয়নি, সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। একমাত্র জাতীয় পার্টিই বর্তমান সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখছে বলে দাবি করেন এরশাদ।
জাতীয় পার্টি আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জানিয়ে তিনি বলেন, এই স্বপ্ন আমাদের পূরণ হবেই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ১৫১ আসনে নির্বাচিত হয়ে এই স্বপ্ন পূরণ হবে বলেও আশা করেন তিনি।
আসন্ন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মেয়র ও কাউন্সিলর প্রার্থী থাকবে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, সিটি নির্বাচনেই জাতীয় পার্টি জনপ্রিয়তা প্রমাণ করবে।
দেশের মানুষ প্রধান দুই দলের স্বৈরশাসন থেকে মুক্তি চায়:এরশাদ
Share This