ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ ধামইরহাট থানা পুলিশ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত আতোয়ার হোসেন (৩৫) কে আটক করেছে। জানা গেছে, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা গাংরা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আতোয়ার হোসেন কে আটক করে। আটক আতোয়ার হোসেন গাংরা গ্রামের মজিবর রহমানের ছেলে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুল সালাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী আতোয়ার হোসেনকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
ধামইরহাটে মাদক ব্যবসায়ী আতোয়ার আটক
Share This