আন্তর্জাতিক ডেস্কঃ- নাইজেরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়েছে। ক্যামেরুনের সীমান্তবর্তী দেশটির গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে গতকাল (রোববার) এ হামলা চালানো হয়েছে। বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে স্থানীয় সরকারি প্রশাসক বলেছেন, হামলাকারীরা যে বোকো হারামের সদস্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা সকালের দিকে কয়েকটি গ্রামে হামলা করেছে। হামলাকারীরা বোমা ব্যবহার করেছে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ভীতসন্ত্রস্ত অসহায় গ্রামবাসীরা পালানোর চেষ্টা করার সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হলে অন্তত ৬০ নিহত এবং অনেকে আহত হয় বলেও জানান এ প্রশাসক। নাইজেরিয়ার বোকো হারাম গোষ্ঠীটি নিজেদেরকে ইসলামপন্থী হিসেবে দাবি করলেও অনেক আলেম বলেছেন, এরা ইসলামপন্থী নয় বরং ইসলামবিরোধী গোষ্ঠী। খবর রেডিও তেহরান এর, কারণ ইসলাম ধর্ম নিরপরাধ মানুষ হত্যার অনুমতি দেয় না।