কুমিল্লা প্রতিনিধি, জি নিউজঃ কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী নাঙ্গলকোটকে জেলা ঘোষনার দাবিতে শুক্রবার প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাব কার্র্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফার“ক, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অহিদ উল্লাহ পাটোয়ারী, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মোঃ সহিদ, সদস্য শাখাওয়াত হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন, কুমিল্লা মহানগর মর্যাদা লাভের পর নাঙ্গলকোটকে জেলা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবিদের প্রচেষ্টায় শীগ্রই নাঙ্গলকোটকে জেলা বাস্তবায়ন সম্ভব। সূত্রমতে, ১৯৯০ সাল থেকে নাঙ্গলকোটকে জেলা ঘোষনার দাবি চলমান হয়ে আসছে। দেশের মানচিত্রে নাঙ্গলকোট একটি গুর“ত্বপূর্ণ উপজেলা হিসেবে চিহিৃত। ঢাকা-চট্টগ্রাম রেল লাইন এই নাঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে। সময়ের তাগিদে নাঙ্গলকোট উপজেলাকে জেলা হিসেবে র“পাš—র করা হলে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হলে সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়নের নতুন ক্ষেত্র । কৃষি, শিল্প, বিদুৎ, জ্বালালী, গ্যাস, পরিবহন, যোগাযোগ, আইসিটি ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন খাতে দেখা দেবে অভূতপূর্ব সাফল্য। সরকারী খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বেসরকারী প্রতিষ্ঠানও বিনিয়োগের সুযোগ পাবে। এতে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। শিক্ষা ¯^াস্থ্য হলো মানব সম্পদ উন্নয়নের ভিত্তি। নাঙ্গলকোট জেলা বা¯—বায়ন হলে এ অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা , উচ্চ শিক্ষা, নারী শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান বৃদ্ধি পাবে। নাঙ্গলকোট জেলা বাস্তবায়ন হলে এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরানিত হবে। সড়ক ও রেলপথের উন্নয়ন ঘটবে। নাঙ্গলকোট ছাড়াও লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী এবং ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার সমš^য়ে অচিরেই নাঙ্গলকোট জেলা বাস্তবায়ন হবে বলে জনসাধারণের প্রত্যাশা। এতে নাঙ্গলকোটকে শিল্প ও প্রযুক্তি নির্ভর এলাকায় র“পাš—র করা সম্ভব।
মোঃ আলাউদ্দিন/কুমিল্লা প্রতিনিধি