জি নিউজ বিডি ডট নেট ঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রোববার সকালে দিকে সদর ইউনিয়নের ভিংরাবো একটি আবাসিক এলাকায় থেকে নাঈম ইসলাম (১৭) নামে লাশ পাওয়া যায়। নিহত- নাঈম ভিংরাবোর আব্দুল আউয়ালের ছেলে এবং স্থানীয় জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র বলে জানায় গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নাঈমকে জবাই করে ও এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দিকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার দুই সহপাঠী হাবিবুর রহমান মাসুম ও মারুফকে আটক করেছে পুলিশ। তবে ক্রিকেট খেলা অথবা প্রেমঘটিত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।এছাড়া ময়নাতদন্তের জন্য লাশটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।, তাঃ-০৩ ফেব্রুয়ারী২০১৪।