জি নিউজঃ-প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের টেলিফোন আলাপের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলন কর্মসূচিতে থেকে তারা নড়বেন না। শুক্রবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সঙ্গে টেলিফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন, সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন করা হবে। আগামী মাসে সংসদ অধিবেশনে বিরোধী দল কোনো প্রস্তাব দিলে সরকার তাদের স্বাগত জানাবে। এর কয়েক ঘণ্টা পর বিকালে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর । নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতাদের এক যৌথ সভার পর তিনি বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে আমরা আন্দোলনে আছি। এই লক্ষ্যে রাজধানীসহ সারাদেশের থানা ও মাঠ পর্যায়ে কর্মীসভা হবে। এরপর আগামী কোরবানি ঈদ শেষে ঢাকায় মহাসমাবেশ করে বিরোধী দলীয় নেতা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া ঢাকার মহাসমাবেশের দিনক্ষণ পরে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালে আন্দোলন করে আসছে বিএনপি ও এর শরিকরা। এ দিকে যৌথসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগরের ২৫টি স্থানে ৩১ আগস্ট পর্যন্ত যৌথ কর্মিসভা হবে। এরপর ৪৯টি থানা ও ১০০ ওয়ার্ডেও একইভাবে কর্মিসভা করবে মহানগর বিএনপি। মির্জা আলমগীর বলেন, নির্দলীয় সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের উদ্যোগে ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রংপুর, ১৬ সেপ্টেম্বর রাজশাহী, ২২ সেপ্টেম্বর খুলনা, ২৯ সেপ্টেম্বর বরিশাল ও ৫ অক্টোবর সিলেটে জনসভা হবে। এসব জনসভায় বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া । জি নিউজ বিডি ডট নেট /তা;- ২৩ আগস্ট ২০১৩