জিনিউজ- নীলফামারী প্রতিনিধি: নীলফামারী গণজাগরণ মঞ্চের সঞ্চালক সাংবাদিক তাহমিন হক ববির বাসায় হামলার ঘটনায় সাধারন ডায়েরী করা হয়েছে। গতকাল নীলফামারী সদর থানায় জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক তাহমিন হক ববি সাধারণ ডায়েরী করেন। গত মঙ্গলবার বিকেল চারটায় নীলফামারী স্বাধীনতা অমস্নান স্মৃতি স্তম্ভ চত্বরে গণজাগরণ মঞ্চের সামনে তিন মিনিট স্তব্ধ কর্মসূচি চলার সময় জামায়াত শিবিরের একটি মিছিল আনন্দবাবুর পুল এলাকা দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে কালীবাড়ি মোড় এলাকায় পুলিশ বাধা দেয়। মিছিলটি ফেরত যাবার সময় জামায়াত শিবিরের কর্মীরা সাংবাদিক তাহমিন হকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে তারা পিছু হটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস জানান, এ ঘটনায় সাংবাদিক ববি একটি জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি সনাকের নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি সরদার ফজলুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজল কাদির, সৈয়দপুর প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক আমিনুল হক প্রমুখ।