আন্তর্জাতিক ডেস্ক:- নেপালে গতকাল (রোববার) আবারও ভূমিকম্প হয়েছে। এর ফলে এভারেস্টে নতুনকরে তুষারধসের ঘটনা ঘটেছে বলে পর্বতারোহীরা জানিয়েছেন। ভূমিকম্পে উদ্ধারকর্মীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।
গতকালকের ভূমিকম্পও নেপালের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকালও আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ছেড়ে রাস্তায় নেমে এলেও দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদেরা বলেছেন- আজকের ভূমিকম্পটি ছিল ‘আফটার শক’ বা পরাঘাত। সাধারণত বড় ভূমিকম্পের দুই দিন পর পর্যন্ত এ ধরনের আফটার শক হয়ে থাকে।
এদিকে, নেপালে গতকালের (শনিবার) ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার দুইশ’ ছাড়িয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দুই হাজার ২৬৩ জন নিহত হয়েছে।খবর:রেডিও তেহরান, আহত হয়েছে আরও চার হাজার ৬৪৭ জন। এছাড়া ভারতে মারা গেছে ৫৭ জন।
নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,৩০০; আবারও ভূমিকম্প
Share This