উজ্জ্বল রায়, নড়াইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নড়াইলের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রাম থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ বোতল ফেনসিডিলসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা ও ডিবি পুলিশের একটি চৌকশ দল। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, গোপন সংবাদের ভিত্তিতে থানা ও ডিবি পুলিশের বিশেষ টিম এর যৌথ অভিযানে আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামের ইউপি সদস্য শহীদুল ইসলামের স্ত্রী রিক্তা বেগম (৩২) কে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ সদস্যরা। এ এস আই হাসান, এ এস আই আলমগীর, এএস আই ফারুক, কনস্টেবল নারায়ন, বিল্লা, শিমুল, শরিফ সহ টিমের সদ্যসরা আটক করেছে। এই বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।