গাইবান্ধা প্রতিনিধিঃপলাশবাড়ী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত করে সোমবার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হল রুমে প্রত্যেককে ১ হাজার টাকা করে পুর®কৃত করা হয়।
পুরষ্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন, নুরুন্নবী প্রধান, ফজলুল হক দুদু, ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৪ এর অংশ হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় এসএম হাইস্কুলে গত ৮মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন ভাষা ও সাহিত্যে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সিরাজাম মনিরা, এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র খোরশেদ আলম, পলাশবাড়ী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সাবরিনা কানিজ। দৈনন্দিন বিজ্ঞানে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ফাতেমা খাতুন, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জেবা মোতাহারা মারজান, পলাশবাড়ী সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী নাহিদ সুলতানা। গণিত ও কম্পিউটারে গ্রিনফিল্ড ইন্টা: স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী সিগমা সরকার, এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র মৃনাল কান্তি রায়, পলাশবাড়ী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী রুবাইয়াত তাজপিয়া স্নেহা। বাংলাদেশ স্টাডিজে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মৌমিতা আক্তার মনি, আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র নাজমুস সাকিব ও পলাশবাড়ী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সামিয়া মেহজাবিন। উপজেলা পর্যায়ে নির্বাচিত ১২ জন শিক্ষার্থী গত ১৪ ও ১৫ মে গাইবান্ধা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে ২জন শিক্ষার্থী ২০মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন ভাষা ও সাহিত্যে পলাশবাড়ী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সাবরিনা কানিজ ও দৈনন্দিন বিজ্ঞানে পলাশবাড়ী সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নাহিদ সুলতানা।
পলাশবাড়ীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Share This