স্পোর্টস ডেস্ক :- বোলিং প্রশিক্ষণের অবকাশে ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন ওয়াসিম আকরাম -২৪ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, তার দেশের ক্রিকেটারদের জন্য স্থানীয় কোচই বেশি উপযুক্ত। তিনি আরো বলেছেন, “আমি বিদেশি কোচ নিয়োগের বিরোধী নই তবে বিশ্বাস করি স্থানীয় কোচ হলে তারাই পাকিস্তানি খেলোয়াড়দের ভালো সামলাতে পারবেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য কোচ নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক জাভেদ মিয়ানদাদ, ইন্তিখাব আলম ও ওয়াসিম আকরামের ওপর। তারপরই তিনি এ কথা বললেন। পাকিস্তান দলের বর্তমান দুই কোচ অস্ট্রেলিয় নাগরিক ডেভ হোয়াটমোর এবং ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফাউন্টেইন দু’বছরের চুক্তি শেষে চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়বেন। এরইমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান কোচ, ফিল্ডিং কোচ ও ব্যাটিং কোচ নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যেই আবেদন করতে বলা হয়েছে। তবে, বিদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন কিনা এ বিজ্ঞাপনে তা স্পষ্ট করা হয়নি। ২০১২ সালের মার্চ মাসে হোয়াটমোর পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পারিবারিক কারণে তিনি আর চুক্তি নবায়ন করতে চাইছেন না। হোয়াটমোরের অধীনে পাকিস্তান কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি তবে ওয়ানডে এবং টি-২০তে ভালো পারফরমেন্স দেখিয়েছে। সূত্র- রেডিও তেহরান #