আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক মহিলাসহ অন্তত ছয় ব্যক্তি নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। শিয়ালকোট সীমান্তের চারওয়া সেক্টরের কাছে আজ (শুক্রবার) খুব ভোরে ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গুলি বর্ষণ করেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।
চারওয়া সীমান্তের তিনটি এলাকায় ভারতীয় পক্ষ বিনা উস্কানিতে গোলা-গুলি বর্ষণ করেছে উল্লেখ করে পাকিস্তান বলেছে, চেনাব রেঞ্জার্স এর যথাযথ জবাব দিয়েছে।
প্রাথমিক খবরে সাত জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ আইএসপিআর-এর বিবৃতিতে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে।
চেনাব রেঞ্জার্স বলেছে, হামলায় বেসামরিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহপালিত পশু মারা যাওয়া ও ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হওয়াকে এ সব ক্ষয়ক্ষতির মধ্যে ধরা হয়েছে।
এদিকে, ভারতীয় কর্মকর্তারা বলেছেন, কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে দুই ভারতীয় বেসামরিক নাগরিক নিহত এবং ১৬ জন আহত হয়েছে। গতরাতে আরএস পুরা সেক্টরে পাক বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভারতীয় প্রশাসন।
গত কয়েক বছর ধরে মাঝেমাঝেই পাক-ভারত সীমান্তে গোলা বিনিময় চলছে। গত ১৮ আগস্ট চারওয়া সেক্টরে ভারতীয় মর্টারের গোলায় ৬০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়।সূত্র:রেডিও তেহরান
পাক সীমান্তে ভারতীয় গুলিতে মহিলাসহ নিহত ৬ আহত ৪৬
Share This