শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী গজনী অবকাশের উত্তরে ভারতের সীমানা থেকে আধা কিলোমিটার বাংলাদেশের আভ্যন্তরে গতকাল শনিবার গভীর রাতে হাতির পায়ে পিষ্ট হয়ে ২ সন্তানের জননী মন্দিরা মারাক (২৭) গটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। নিহত মন্দিরা মারাক গজনী আদিবাসী এলাকার মারনাট মারাকের স্ত্রী। গটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ৩০/৪০টি বন্য হাতির একটি দল গজনী অবকাশের উত্তরে আদিবাসী ঘর-বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে ভাংচুর করতে থাকলে মন্দিরা মারাক তার জীবন রক্ষার্থে নিজ ঘর থেকে দৌড়ে বাহিরে যাওয়ার সময় তার উপর হাতি আক্রমন চালিয়ে গটনাস্থলেই মন্দিরার মৃত্যু নিশ্চিত করে আশে-পাশের আরো ৪/৫টি বাড়ী-ঘর ভাংচুর ও তান্ডব চালিয়ে বন্য হাতির দলটি এলাকা ত্যাগ করে। গটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নকসী বিজিজি ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার আঃ কুদ্দুছ ও স্থানীয় সাংবাদিকগণ। বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মন্দিরা মারাকের অকাল মৃত্যুতে আদিবাসী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দশৃনার্থী সকলেরই চোখ ভিজে আসছে মন্দিরার ২ ছোট শিশু দেখে।
মোঃ জাহিদুল ইসলাম মিলন/ঝিনাইগাতী/শেরপুর/ জি নিউজ