অনলাইন ডেস্ক :- হাতে আছে মাত্র এক দিন। এই দিনের মধ্যে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অন্যথায় মঙ্গলবার জাতিসংঘ প্রতিনিধি দল ফিরে গেলেই তৈরি হবে বড় ধরনের সঙ্কট। সোমবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দৈনিক সাউদি গেজেট’র এক মন্তব্য প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টবি ক্যাডম্যানের লেখা ‘অ্যা ডে টু সেভ বাংলাদেশ’ নামের প্রতিবেদনটিতে বলা হয়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির পরোয়ানা জারি করা হয়েছে। চটজলদি গোপনে তার ফাঁসি কার্যকর করা হতে পারে। এটা বলা অত্যুক্তি হবে না যে, মোল্লার ফাঁসি বাংলাদেশ সরকার ও নির্দিষ্ট একটি গোষ্ঠীর মধ্যে অপরিবর্তনীয় ফাটল তৈরি করবে। এমনিতেই গোলকধাঁধাঁপূর্ণ একতরফা একটি নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। এমতাবস্থায় মোল্লার ফাঁসি দেশজুড়ে বিশাল অস্থিতিশীলতা তৈরি করতে পারে। যদিও জামায়াত বলছে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ করবে। এছাড়া মন্তব্য প্রতিবেদনটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ধর্মীয় রাজনীতিক নেতাদের দমন-পীড়ন করা হচ্ছে বলেও এতে অভিযোগ করা হয়। খবর অনলাইনের তাঃ-০৯ ডিসেম্বর, ২০১৩