আয়াজ বিল্লাহ, বাকৃবি থেকে|বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ভিসির বাসভবনের মুল ফটকে তালা দিয়ে অবরোধ করায় টানা দ্বিতীয় দিনের মত অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হক।
জানা যায়, বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গতকাল সকাল ৮ টা থেকে ভিসির বাসভবন অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা বেলা ১১ টার দিকে ভিসির বাসভবনের মুলফটকে তালা লাগিয়ে দেয়। এতে গতকাল সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হক তার বাসভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীরা টানা তাদের অবরোধ কমৃসূচি অব্যাহত রাখার ফলে আজও ভিসি তার বাসভবনের বাইরে বের হতে পারেন নি। এ অবস্থায় আজ বেলা আড়াই টার দিকে শিক্ষক সমিতির সভাপতির নেতৃত্বে একাডেমিক কাউন্সিলের সদস্যরা ও শিক্ষক সমিতির নেতারা ভিসির সাথে দেখা করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। ওই সময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুল হাসান আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করতে চান। পরে শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা ২ টা ৪৫ মিনিটের দিকে তালা খুলে দেয়।
এ দিকে বিকেল সাড়ে ৩ টার দিকে ভিসির বাসভবন থেকে বের হয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুল হাসান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ভিসির সাথে আলোচনা হয়েছে। সন্ধা সাড়ে ৭ টায় আন্দোলকারীদের সাথে এ বিষয়ে তারা আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গত দুই সপ্তাহ যাবত ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে বাকৃবির সকল অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
বাকৃবিতে দ্বিতীয় দিনের মত অবরুদ্ধ ভিসি
Share This