আয়াজ বিল্লাহ, বাকৃবি থেকেঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনতিবিলম্বে পরীক্ষা শুরুর করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীরা।
জানা যায়, আজ রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য বিজয় একাত্তরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাকৃবির বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা অবিলম্বে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় অন্যান্য বর্ষের পরীক্ষা বন্ধ করা সহ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়। এছাড়া আন্দেলনে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে প্রশাসন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযোগ করে তারা এর নিন্দা জানান।
প্রসঙ্গত, গত মে মাস থেকে বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক পর্যায়ে সেমিস্টার ফি ১২০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করার আশ্বাস দেয়। এরপরও আন্দোলন করায় আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ৩০ জন শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে যায়। ঈদুল ফিতরের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হলেও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার এখনও কোন সময়সূচি প্রকাশ করা হয়নি।
বাকৃবিতে পরীক্ষা শুরুর দাবিতে মানববন্ধন
Share This