জি নিউজ ঃ বাগেরহাটের রূপসা উপজেলায় গত শনিবার সকালে ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান (৪৪) ও তার মোটরসাইকেল চালক মুন্না শিকদার (৩৪) সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে মুন্নাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন জাহিদ হাসান । তারা রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রূপসা-মংলা সড়ক পৌঁছলে, পেছন থেকে অপর একটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। জাহিদ হাসান খুলনা শহরের দোলখোলা এলাকায় সসপরিবারে বসবাস করতেন। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাসুদুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একর্াধিকসূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, চরমপন্থি কানেকশনসহ বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।