জাহিদুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ঘটনার জের ধরে কোর্টের নিষেধাজ্ঞা অবমাননা করে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউর রহমান বিনা নোটিশে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষনা করেছেন। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে কুলসুমকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন। কমিটির অপর অংশ সহকারী শিক্ষক রেজাউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন। এ নিয়ে ঝিনাইগাতী সহকারী জজ আদালতে উম্মে কুলছুম বাদী হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ৭জনকে বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং- ১৫/১৩ অন্য প্রকার। ওই মোকদ্দমায় বিজ্ঞ আদালত পর্যালোচনা সাপেক্ষে উম্মে কুলসুমকে হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিবাদীগনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগীতা করার জন্য আদেশ প্রদান করেন। এদিকে অপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউর রহমান মৌখিক ভাবে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষনা করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম তালা বন্ধ বিদ্যালয়ের বারান্দায় হতভ¤^ হয়ে বসে আছেন। তিনি বলেন, কতিপয় শিক্ষক বিনা নোটিশে অবৈধ ভাবে বিদ্যালয় ছুটি ঘোষনা করে দিয়েছেন। অথচ আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এ বিষয়ে কিছুই জানি না। এ ব্যাপারে অপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার রেজাউর রহমান জানান, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের ছুটি কোঠা থেকে বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষনা করেছি। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, আজ কোন সরকারী ছুটি নেই। তবে শিক্ষকদের মধ্যে দ্ব›েদ্বর কারনে ওই বিদ্যালয় বন্ধ বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী জানান, ওই বিদ্যালয় ছুটির বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম তাকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছুটির ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাদশা জানান, বিদ্যালয় ছুটির ব্যাপারে তিনি কিছুই জানেন না। কোর্ট কি করেছে সে বিষয়ে তিনি অবগত নন। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে রেজাউর রহমান রয়েছেন। এ অবস্থায় ঝিনাইগাতী হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দ্ব›েদ্বর কারনে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে চরম ক্ষতি সাধিত হচ্ছে। পাশাপাশি এ অবস্থায় বিদ্যালয়টি ধ্বংসের পথে এসে দাড়িয়েছে বলে এলাকার সচেতন মহল মত ব্যক্ত করেছেন। এছাড়াও এলাকাবাসী ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউর রহমানকে আদালতের নির্দেশ মানার জন্যও জোর দাবী জানিয়েছেন।