জি নিউজ ঃ-ঢাকা শাহাজালাল আন্তুজাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় গতশুক্রবার বিকেলে বেপরোয়া একটি বাসের চাপায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন- সুরুজ্জামান (৩৪) ও কবির হোসেন (৩২) এ ঘটনায় সুরুজ্জামানের শিশুপুত্র রুবায়েত হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় তাকে শ্যামলীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন সুরুজ্জামান, কবির ও রুবায়েত। এ সময় গুলিস্তান –আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ৩ নম্বর পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১১-২০৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কবির হোসেন। মুমূর্ষু অবস্থায় সুরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রাত ১১টার দিকে টঙ্গী হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনায় সুরুজ্জামানের ছেলে রুবায়েতের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে শ্যামলীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ২ জনই সিরাজগঞ্জের কাজীপাড়ার বাসিন্দা। তারা গ্রাম থেকে শাহাজালাল আন্তুজাতিক বিমানবন্দর ঘুরে দেখতে এসেছিলেন।
জি নিউজ-১৯জুলাই ২০১৩