স্পোর্টস ডেস্কঃ- টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেনের আজকের প্রথম ম্যাচে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডকে ৪৫ রানে বড় ব্যবধানে হারিয়েছে আইসিসির অ্যাসোসিয়েট সদস্য নেদারল্যান্ড। ১৩৪ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে প্রচণ্ড বোলিং আক্রমণে প্রতিপক্ষকে কাবু করে ফেলেন ডাচ বোলাররা। এদের মধ্যে মুদাসসার বুখাতির ১২ রান দিয়ে ৩ উইকেট দখল করে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ধস নামান। অবশ্য আজকের পরাজয়ে ইংল্যান্ডের সম্মান ছাড়া আর কিছু খোয়া যায়নি। কারণ, এর আগের তিনটি ম্যাচের দু’টিতেই পরাজিত হয়ে তারা টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। এদিকে আজকের জয়ের ফলে ইংল্যান্ডের সমান ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল নেদারল্যান্ড। জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট বোর্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানের ভাঙাচোরা ইনিংস দাঁড় করায় ডাচরা। উইকেট কিপার ব্যারেসি সর্বোচ্চ ৪৮ এবং মাইবার্গ ৩৯ রান করেন। জবাবে ১৩৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এই ধাক্কা আর ক্ষণিকের জন্যও সামলাতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। নেদারল্যান্ডের পেস ও স্পিন বোলিংয়ের মুখে চোখে সর্ষেফুল দেখতে থাকেন তারা। প্রায় নিয়মিত বিরতিতে তাদের উইকেটের পতন হতে থাকে এবং ১৭ ওভার ৪ বলে ৮৮ রানে থেমে যায় তাদের ইনিংস। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অ্যালেক্স হেলস, ক্রিস জর্দান ও রবি বোপারা ছাড়া আর কেই দু’অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। এদের মধ্যে সর্বোচ্চ ১৮ করেছেন বোপারা। নেদারল্যান্ডের পক্ষে মুদাসসার বুখারি ও ভ্যান বিক ৩টি করে উইকেট দখল করেন। ইংল্যান্ডের টপ-অর্ডারে আঘাত হানার কারণে বুখারিকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়েছে। নেদারল্যান্ড এবারের বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে। কিন্তু বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় তারা ৩৯ রান করে অলআউট হয়ে গিয়েছিল। এর ফলে অনেকে মনে করতে থাকে, ভাগ্যগুণে সুপার টেনে স্থান পেয়েছে নেদারল্যান্ড। কিন্তু পরের ম্যাচেই ডাচরা প্রমাণ করে তারা যোগ্য দল হিসেবেই এই পর্বে এসেছে। নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রায় হারতে হারতে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের তৃতীয় ম্যাচে ডাচরা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শক্ত প্রতিযোগিতা গড়ে তুলেছিল। আর আজ তারা ব্যাটে-বলে দাঁড়াতেই দেয়নি ইংলিশদের। এদিকে সুপার টেনের গ্রুপ ওয়ানের শেষ খেলায় আজই মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দু’দলের সমান ৪ পয়েন্ট থাকায় আজকের খেলায় জয়ী দল সেমিফাইনালে উন্নীত হবে। এ প্রতিবেদনটি রেডিও তেহরানএর, এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এর আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ‘টু’তে ভারত অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেছে। এখন আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার খেলায় জয়লাভকারী দল দ্বিতীয় দল হিসেবে সেমিফইনালে উন্নীত হবে।