অনলাইন ডেস্ক:- এবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা করেছে চীন। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে (বিসিআইএম) ওই রেলপথ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রেলপথটির মাধ্যমে চীনের সঙ্গে নেপালের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
চীনের রেলওয়ে বিশেষজ্ঞ ওয়াং মেনাগশুও এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। পর্বতসঙ্কুল রাস্তা হওয়ায় সেখানে ট্রেন চলাচলের গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হবে।
প্রথমবারের মতো নেপালের সঙ্গে ভূ–গর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনা প্রকাশ করল চীন। এর আগে, ছিংহাই–লাসা রেলপথ নেপাল সীমান্ত পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছিল চীন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ রেলপথ ভারতের বিশাল বাজারে প্রবেশের ক্ষেত্রে নেপালের জন্য একটি সংক্ষিপ্ত পথ হবে। পাশাপাশি বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম) সঙ্গে নেপালকেও যুক্ত করার চেষ্টা করতে পারে চীন। কারণ এ করিডোরের ব্যাপারে সামান্যই আগ্রহ দেখিয়েছে ভারত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া