অনলাইন ডেস্ক:- আফ্রিকার দেশ শাদে বোরকা পরা কাউকে দেখা মাত্রই আটক করা হবে বলে সতর্ক করেছে পুলিশ। এক দিন আগে রাজধানী এনজামেনায় বোরকা পরা নারীর ছদ্মবেশে বোকো হারামের আত্মঘাতী হামলার জের ধরে এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বোরকা পরে পুরুষের চালানো আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়। শনিবারের ওই হামলায় আহত হয় আরো ৮০ জন। জঙ্গি হামলা ঠেকাতে গত মাসে নেকাব নিষিদ্ধ করে শাদ কর্তৃপক্ষ। তবে সে আইন তেমন একটা কার্যকর হয়নি। পুলিশ জানায়, মুখ ঢাকা পোশাকের ওপর কড়াকড়ির পাশাপাশি রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ জানায়, যে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে না, তাকে জেলে যেতেই হবে।খবর:ওয়েবসাইট