অনলাইন ডেস্ক :- ব্রিটেনের রাস্তা-ঘাটে সহিংতার মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ ধরনের সহিংসতায় এমন সব পুরোনো অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না। দেশটির দৈনিক ‘ইন্ডিপেনডেন্ট’ এসব তথ্য জানিয়েছন। ব্রিটিশ বিচার বিভাগীয় বিশেষজ্ঞ টনি কালাগার বলেছেন, রাস্তা-ঘাটে এখন একশ’ বছর আগের রিভলবার ব্যবহার করা হচ্ছে। পুরোনো হওয়ার কারণে এসবের লাইসেন্স লাগে না। এই সুযোগকে কাজে লাগাচ্ছে সহিংসতাকামীরা। এছাড়া ব্রিটেনে শিশুদের মাঝেও সহিংসতার প্রবণতা বেড়েছে। গত দুই বছরে ১০ বছর বয়সী শিশুসহ কয়েক হাজার শিশু-কিশোর সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে আটক হয়েছে। গত দু’বছরের তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সূত্র- রেডিও তেহরান #